গাজীপুরে বাসার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ মে) রাতে মারা গেল তানজিলা (১০) নামে শিশুটি।
তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে সে মারা গেছে। এই ঘটনায় তানজিলার মা চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন আগে মারা গেছেন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একই ঘটনায় পাঁচজন দগ্ধ একে একে সবাই মারা গেলেন।