দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকান্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ মে) কমিটি বিলুপ্ত ঘোষণার পর বেলা আড়াইটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকান্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জেলা যুবদল সূত্র জানায়, ২০১৭ সালে আরিফুর রহমান মোল্লাকে সভাপতি ও জামাল উদ্দিন বিদ্যুৎকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে কমিটির কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। কমিটির মেয়াদোত্তীর্ণ হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানা নেই বলে জানায় জেলা কমিটি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, ধারনা করছি, নতুন কমিটি করার জন্য পুরাতন কমিটি ভেঙে দেয়া হয়েছে। মূলত শরীয়তপুর জেলা যুবদলকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। অতি দ্রুত নতুন কমিটি গঠন করা হবে বলে আমরা মনে করছি।
কমিটি বিলুপ্ত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি আরিফুর রহমান মোল্লা বলেন, কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেকে আগেই। সেক্ষেত্রে কমিটি আরও আগেই ভেঙে ফেলা উচিৎ ছিলো। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমাদের জানা নেই। কেন্দ্রীয় কমিটির দৃষ্টিকোণে কি ধরা পড়েছে সেটা কেন্দ্রীয় কমিটিই ভালো বলতে পারবে।