নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিং এর দায়ে আরিফ বেপারি (২০) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার দুলুখন্ড গ্রামের তোতা বেপারির ছেলে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) লাকী দাস বলেন,'ওই ব্যক্তি ছাত্রীকে ইভটিজিং করেছিলেন। পরে অভিযোগের তদন্ত এবং সাক্ষীদের তথ্য পর্যালোচনার ভিত্তিতে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।