নিজস্ব প্রতিবেদক :
দেশনেত্রী বেগম খালেদা জিয়া চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
শনিবার (১৭ মে) রাতে শরীয়তপুরের জাজিরায় বিএনপির এক কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাজিরা উপজেলা বিএনপি এ কর্মী সম্মেলন আয়োজন করে। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগদান করেন।
কর্মী সম্মেলন উদ্বোধন করেন আলহাজ্ব শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপি সামনে থেকে নেতৃত্ব দেবে। দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সময়ের মধ্যে রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপিই একমাত্র আশার আলো। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র পরিচালনায় আসবে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হবেন চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শফিকুর রহমান কিরণ বলেন, “বর্তমান সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আগামী ডিসেম্বর কিংবা জুনের মধ্যে নির্বাচন না দিলে দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন হবে। জনগণ আজ বিএনপির নেতৃত্বে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে।”
তিনি আরও বলেন, “শরীয়তপুরসহ সারাদেশেই বিএনপির জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। আন্দোলনের সময় শিশুদের গুলি করে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে নারী শিশুদের করেছে। অনেকের লাশও পাওয়া যায় নি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শরীয়তপুরে যারা চাঁদাবাজি করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না। আগামী দিনের নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দলের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও সাহসিকতা নিয়ে কাজ করতে হবে।”
জাজিরা উপজেলা বিএনপি আহবায়ক বজলুর রশিদ সিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ.কে.এম নাসির উদ্দীন কালু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা-উল হুসনা, শরীয়তপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামচুল হক ঢালী, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন, জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক শিকদার মাহামুদ শাহীন ও জাজিরা পৌরসভা বিএনপির সদস্য সচিব কেএম কামরুজ্জামান মিলন।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম টিটু আকন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক মো. রুবেল আকন।
কর্মী সম্মেলনে জাজিরা উপজেলা বিএনপি আহবায়ক বজলুর রশিদ সিকদারকে সভাপতি ও সদস্য সচিব মাহাবুব আলম টিটু আকনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ.কে.এম নাসির উদ্দীন কালু।
Leave a Reply