নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুর জেলা কারাগারে বন্দী রাজন নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজন ভারতের দিল্লি প্রদেশের দিলীপের ছেলে। অবৈধ অনুপ্রবেশের অপরাধে ২০২২ সালের আগস্ট মাসে রাজনকে জাজিরা উপজেলার নাওডোবা পদ্মাসেতু এলাকা থেকে আটক করে পুলিশ।
শরীয়তপুর জেলা কারাগার সুত্রে জানা গেছে, রাজন শরীয়তপুর জেলখানায় হঠাৎ অসুস্থ পড়লে কারারক্ষীরা দুপুরে তাকে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
অবৈধ অনুপ্রবেশের অপরাধে রাজনকে জাজিরা উপজেলার নাওডোবা পদ্মাসেতু এলাকা থেকে আটকের পর তার বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়। দি কন্ট্রোল অফ এন্টি এক্ট আইনের ৪ ধারায় তাকে এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত। বর্তমানে সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তিনি আরপি বন্দী হিসেবে শরীয়তপুর কারাগারে অবস্থান করছিলেন।
Leave a Reply