শরীয়তপুরের গোসাইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল কাশেম মোতাইত (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় প্রতিপক্ষের দশটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত নিহতের পরপরই চর মাইজারী গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম মোতাইত কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজারী গ্রামের নুরুল ইসলাম মোতাইতের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কাশেমের উপর হামলা চালায় কাশেম আলী খাঁয়ের লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বাঁচাতে এসে হামলার শিকার হন হারুন মোতাইত নামে এক ব্যক্তি। পরে তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাশেম মোতাইতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে চর মাইজারী গ্রামের কাশেম আলী খাঁ ও তার পক্ষের লোকজনের দশটি ঘরে অগ্নিসংযোগ করে আবুল কাশেম মোতাইতের লোকজন।
আগুনে আলমাস বেপারীর ১টি, আকবার আলী বেপারীর ৪টি, কাশেম আলী খাঁয়ের ২ টি, জাহাঙ্গীর হাওলাদারের ১টি, রিপন হাওলাদারের ১ টি ও খলিল ঘরামির ১টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার সংবাদ পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহতের ঘটনায় বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply