নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা, তুষার ইমরান কে আটক করেছে, সখিপুর থানা পুলিশ।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় তুষার ইমরান কে আটক করে সখিপুর থানা পুলিশ। শরীয়তপুরের সখিপুর চরসেনসাস ইউনিয়নের বালার বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তুষার ইমরান, চরসেনসাস ইউনিয়নের মাগুন বেপারী গ্রামের বাসিন্দা রতন বেপারী ছেলে।
তিনি দীর্ঘ দিন যাবত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর,সখিপুর থানা’র সাধারণ সম্পাদক, এর দায়িত্ব ছিলেন।, ৫ শে আগস্ট ২০২৪ আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার বিকালে তার নিজ বাড়ি বালার বাজার আসলে, সখিপুর থানা পুলিশ, গোপন সংবাদের ভিক্তিতে তুষার ইমরানকে আটক করে।
Leave a Reply