নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার তাহসিনুল কুরআন কওমি মাদ্রাসার নবীন ৪ কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১০ টার দিকে মাদ্রাসার সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পন্ডিতসার বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সালেহ।
এছাড়া সালধ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহফুজ, শরীয়তপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান, সমাজ সেবক মোজাফফর তপাদার সহ শিক্ষার্থীদের অভিভাবকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চার নবীন হাফেজ মোঃ সাইম মোল্লা, মোঃ জুবায়ের ইসলাম, মোঃ আবু রায়হান বেপারী ও মোঃ আবু রায়হান মল্লিককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া তাদের বিশেষ পোশাক উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ এবং বিশ্বের সব মুসলমানের শান্তির কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাদরাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তার বলেন, সাড়ে ছয় বছর হয় আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এই সময়ের মধ্যে ৮১ জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে। আজকে চারজন নবীন কোরআনে হাফেজকে সংবর্ধণা দিয়েছি। হাফেজ হওয়া একটি প্রতিষ্ঠানের জন্য বড় অর্জন।
তিনি আরও বলেন, আমরা ২০১৯ সালে যাত্রা শুরু করেছি। শুরু থেকেই আমরা শিক্ষার গুণগত মান নিশ্চিতের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শারীরীক সুস্থ্যতা ও পরিচ্ছন্নতার বিষয়েও জোর দিয়েছি। বর্তমান-সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাক যারাই মাদরাসার সঙ্গে জড়িত ছিলেন এবং আছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
সংবর্ধনা পাওয়া নবিন হাফেজ মোঃ আবু রায়হান বেপারী বলেন, মা-বাবা ও শিক্ষকদের আন্তরিক উৎসাহে আমি আজ কোরআনে হাফেজ হয়েছি। মাদ্রাসা থেকে আমাদের সংবর্ধনা দেওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বড় আলেম হতে পারি।
হাফেজ আবু রায়হানের বাবা বলেন, ‘কোরআনে হাফেজরা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। তাদের কদর বোঝাও গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমার ছেলে হাফেজ হয়েছে এজন্য আমি গর্বিত। হাফেজদের আলাদা একটা পরিচয় থাকে, তারা কোরআনের হাফেজে। তারা কোরআনের মত দামি গ্রন্থ বুকে ধারণ করে।
Leave a Reply