নিজস্ব প্রতিবেদক :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার (০২ জুন) শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু ও শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী।
এসময় শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, গোসাইরহাট উপজেলা বিএনপির আহবায়ক সিদ্দিক খান, সদস্য আক্তার হোসেন নান্টু খান, দেলোয়ার হোসেন শিকারী, ভেদরগঞ্জ উপজেলার আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সদস্য আবুল হাসেম রাড়ী, কামরুল হাসান ভুট্টু মজুমদার, বিএম মোস্তাফিজ মোস্তফা, আসলাম মাঝি, আনিসুর রহমান সরদার, ডামুড্যা উপজেলার আহবায়ক এ্যাড. শাহাদাত হোসেন, সদস্য শ্যামল বেপারী, মজিদ মাদবর, জাজিরা উপজেলার সভাপতি বজলুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু আকন, জাজিরা পৌরসভার সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি, যুবদল নেতা রাহুল, সুমন খান, খোকন মোল্লা, সেলিম বেপারী, মোফাজ্জেল মোল্লা, শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply