নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরের গোসাইরহাটে ভাতিজার ছুরির আঘাতে মারুফ সরদার (১৮) নামে এক যুবক খুন হয়েছেন।
আজ বুধবার (১১জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত রোববার (৮ জুন) বিকেলে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরধীপুর এলাকায় ধারের পাওয়ানা ২০০ টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফকে ছুরিকাঘাত করে তার ভাতিজা রিফাত সরদার।
নিহত মারুফ সরদার চরধীপুর গ্রামের তোফাজ্জল সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিফাত সরদারের থেকে তার চাচা মারুফ ২০০ টাকা ধার নিয়েছিল। ঈদের পর দিন (রোববার) রিফাত টাকা ফেরত চাইলে মারুফ টাকা না দিতে পারায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাত ধারালো ছুরি দিয়ে মারুফকে আঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত মারুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বুধবার দুপুরে মারুফের মৃত্যু হয়।
নিহত মারুফের বড় বোন পাপিয়া আক্তার বলেন, আমার ভাই মারুফের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিল। ঈদের পরদিন বিকেলে মারুফ ঘুরতে বের হলে তার তাকে পথ আটকায় রিফাত। পাওয়ানা টাকা দিতে না পারায় মারুফকে ছুরি দিয়ে আঘাত করে রিফাত। সামান্য ২০০ টাকার জন্য আমার ভাইকে খুন করা হয়েছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ বলেন, ছুরিকাঘাতে আহত মারুফ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মারুফের মরদেহ বাড়ি নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং ঘাতক রিফাতকে গ্রেপ্তারে অভিযান চলছে।