1. admin@shariatpursonglap.com : songlap :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ১০ হেলিপোর্ট বাজার মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি- সম্পাদকের লালসার শিকার মাছ ব্যবসায়ীরা ফরিদপুরে কৃষক দলের নেতা আবু বকর ছিদ্দিক: জনতার ভালোবাসায় সিক্ত,, শরীয়তপুরে বেসকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন ডা. সোহান ইতালির বাঙালি সম্প্রদায়: সাফল্যের গল্প না কি সংগ্রামের ক্যানভাস? গোসাইরহাটে পুলিশ ও বিএনপি নেতার বিরুদ্ধে ক্রয়কৃত জমিতে কাজে বাধা দেয়ার অভিযোগ ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‌ বিএনপির ‌ ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে গোসাইরহাটের মেঘনা নদীর ভাঙ্গন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর রাতে বিয়ে সকালেই বউ আর টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে উধাও নড়িয়ায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন, অভিযোগেও মিলছে না প্রতিকার

শরীয়তপুরে ভোজেশ্বর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৮ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক সংগঠন “ভোজেশ্বর ফাউন্ডেশন”।

তারই অংশ হিসেবে আজ সোমবার (৩০ জুন) সকাল ১১টায় ভোজেশ্বর উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় ভোজেশ্বর ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সালাহ্উদ্দীন ছৈয়াল, ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম শহীদুল ইসলাম, ভোজেশ্বরের উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন, ভোজেশ্বর ফাউন্ডেশনের উপদেষ্টা সবুজ পেদা, ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুহাম্মাদ তাজিম, সদস্য ওমর ফারুক খন্দকার, মানিক শেখ, শফিকুর রহমান অভি, ওমর ফারুক খান, সাকিব বেপারী সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোজেশ্বর ফাউন্ডেশনের উপদেষ্টা সালাহ্উদ্দীন ছৈয়াল বলেন, ভোজেশ্বর ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই আর্ত মানবতার সেবা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় নড়িয়া উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। আজ ঐতিহ্যবাহী ভোজেশ্বর উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে।

ভোজেশ্বরের উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন বলেন, ভোজেশ্বর ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফুল, ফল ও ঔষধী বৃক্ষরোপন করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এটা দেখে স্কুলের ছেলে-মেয়েরা বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে।  এ জন্য আমি স্কুলের পক্ষ থেকে ভোজেশ্বর ফাউন্ডেশনের উপদেষ্টা সালাহ্উদ্দীন ছৈয়ালকে সাধুবাদ জানাই।

ভোজেশ্বর ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুহাম্মাদ তাজিম জানান, ভোজেশ্বর ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সালাহ্উদ্দীন ছৈয়ালের সার্বিক তত্বাবধানে এই বৃক্ষরোপন কর্মসূচি পরিচালিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে নড়িয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি