নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণহত্যার বিচারের দাবীতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ "জুলাই দ্রোহ" করেছে ইসলামী ছাত্রশিবির
শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় “জুলাই দ্রোহ” পালং উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চৌরঙ্গী শহীদ মামুন চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় জেলা সাবেক এবং বর্তমান বিভিন্ন স্তরের নেতা কর্মী বক্তব্য রাখেন।
সমাবেশে সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট দেওয়ান সিদ্দিক আহমেদ বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা নিজেদের রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছেন। কিন্তু প্রশাসন এখনো শক্তিশালীভাবে কাজ না করায় সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে, আমরা দেখলাম গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলা হয়েছে প্রশাসনের কোন ভূমিকা নেই দুইদিন হয়ে গেলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হয়নি। অবিলম্বে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান করেন তিনি।
বর্তমান জেলা সভাপতি সাখাওয়াত কাউসার বলেন, ২৪শের ১৮ জুলাই আমাদের জেলার জাজিরার নাওডোবা, সদর উপজেলার মনোহর মোড়, মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ, জেড এইচ সিকদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সখিপুর সহ গোসাইরহাটের বিভিন্ন জায়গায় আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন চালায়। স্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরেও তাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি। যা দেখে জুলাই যোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি কামরুজ্জামান কাউসার ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।