মো:টিটুল মোল্লা" ফরিদপুর।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপা উপজেলার জামাতের আমির মাওলানা আবু সাইদসহ ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৪টার দিকে উপজেলার ভাঙ্গা হাইওয়ে থানা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানাগেছে, ঢাকায় জামাতের জাতীয় সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্য তারা ঢাকায় যাচ্ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাইওয়ে থানা সংলঙ্গ মহাসড়কের পাশে গাড়ি বিরত দিয়ে মহাসড়কের পাশে দাড়িয়ে চা খাচ্ছিলেন জামাতের আমির মাওলানা আবু সাঈদ সহ তার সঙ্গীরা, এ সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা জেলার দাকোপ উপজেলার জামাতের আমির মাওলানা আবু সাইদ এর মৃত্যুতে ভাঙ্গা উপজেলা জামাত ইসলামী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।