1. admin@shariatpursonglap.com : songlap :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ১০ হেলিপোর্ট বাজার মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি- সম্পাদকের লালসার শিকার মাছ ব্যবসায়ীরা ফরিদপুরে কৃষক দলের নেতা আবু বকর ছিদ্দিক: জনতার ভালোবাসায় সিক্ত,, শরীয়তপুরে বেসকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন ডা. সোহান ইতালির বাঙালি সম্প্রদায়: সাফল্যের গল্প না কি সংগ্রামের ক্যানভাস? গোসাইরহাটে পুলিশ ও বিএনপি নেতার বিরুদ্ধে ক্রয়কৃত জমিতে কাজে বাধা দেয়ার অভিযোগ ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‌ বিএনপির ‌ ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে গোসাইরহাটের মেঘনা নদীর ভাঙ্গন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর রাতে বিয়ে সকালেই বউ আর টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে উধাও নড়িয়ায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন, অভিযোগেও মিলছে না প্রতিকার

শরীয়তপুরে বেসকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন ডা. সোহান

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

শরীয়তপুরে বেসকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনে আলবারাকা হাসপাতালের চেয়ারম্যান ডা. সোহানুর রহমান সোহান বিপুল ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। মোট পাঁচজন প্রার্থী সহ-সভাপতি পদে নির্বাচন অংশ গ্রহণ করেন। তার মধ্যে সর্বোচ্চ মোট পেয়ে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। পাঁচজনের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে তিনি ৬৬টি ভোট পান। হেলিকপ্টার প্রতীক নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান মাহবুব রশিদ রিপন। তিনি পান ৫৮ টি ভোট। সহ-সভাপতি মো. ফাহিম হাসান রনি দোয়াত কলম নিয়ে মোট ভোট পান ৪৯ টি , মো. আনোয়ার হোসেন টিয়া প্রতীক নিয়ে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর আবুল কালাম বই প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে অনির্বাচিত হন। গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে শরীয়তপুর কনভেনশন সেন্টারে। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে ফলাফল ঘোষণা করে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকেই পরিবেশ ছিল প্রাণবন্ত। প্রার্থীদের সমর্থকদের স্লোগান, ব্যানার, পোস্টার এবং আগ্রহী ভোটারদের ভিড়ে কমিউনিটি সেন্টার রূপ নেয় নির্বাচনী উৎসবে। সমিতির সদস্যরা জানান, দীর্ঘদিন পর এমন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট তারা উপভোগ করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন সিনিয়র সহ-সভাপতি ডা. সোহানুর রহমান সোহান নির্বাচিত নেতৃবৃন্দ সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন— “এই সমিতি শুধু ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সংগঠন নয়, এটি হবে সবার জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। আমরা সদস্যদের যেকোনো বিপদে-আপদে পাশে থেকে কাজ করবো।” তিনি আরও প্রতিশ্রুতি দেন—ক্লিনিক ও ডায়াগনস্টিক সেবার মানোন্নয়নপ্রশাসনিক জটিলতা ও হয়রানি কমাতে যৌথ উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে সমন্বিত ভূমিকা সদস্যদের স্বার্থ রক্ষায় সবসময় ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। শরীয়তপুর জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির এই নির্বাচন শুধু একটি নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়, বরং এটি জেলার স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রতিচ্ছবি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি