নিজস্ব প্রতিনিধি:
শরীয়তপুরে বেসকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনে আলবারাকা হাসপাতালের চেয়ারম্যান ডা. সোহানুর রহমান সোহান বিপুল ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। মোট পাঁচজন প্রার্থী সহ-সভাপতি পদে নির্বাচন অংশ গ্রহণ করেন। তার মধ্যে সর্বোচ্চ মোট পেয়ে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। পাঁচজনের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে তিনি ৬৬টি ভোট পান। হেলিকপ্টার প্রতীক নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান মাহবুব রশিদ রিপন। তিনি পান ৫৮ টি ভোট। সহ-সভাপতি মো. ফাহিম হাসান রনি দোয়াত কলম নিয়ে মোট ভোট পান ৪৯ টি , মো. আনোয়ার হোসেন টিয়া প্রতীক নিয়ে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর আবুল কালাম বই প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে অনির্বাচিত হন। গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে শরীয়তপুর কনভেনশন সেন্টারে। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে ফলাফল ঘোষণা করে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকেই পরিবেশ ছিল প্রাণবন্ত। প্রার্থীদের সমর্থকদের স্লোগান, ব্যানার, পোস্টার এবং আগ্রহী ভোটারদের ভিড়ে কমিউনিটি সেন্টার রূপ নেয় নির্বাচনী উৎসবে। সমিতির সদস্যরা জানান, দীর্ঘদিন পর এমন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট তারা উপভোগ করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন সিনিয়র সহ-সভাপতি ডা. সোহানুর রহমান সোহান নির্বাচিত নেতৃবৃন্দ সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন— “এই সমিতি শুধু ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সংগঠন নয়, এটি হবে সবার জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। আমরা সদস্যদের যেকোনো বিপদে-আপদে পাশে থেকে কাজ করবো।” তিনি আরও প্রতিশ্রুতি দেন—ক্লিনিক ও ডায়াগনস্টিক সেবার মানোন্নয়নপ্রশাসনিক জটিলতা ও হয়রানি কমাতে যৌথ উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে সমন্বিত ভূমিকা সদস্যদের স্বার্থ রক্ষায় সবসময় ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। শরীয়তপুর জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির এই নির্বাচন শুধু একটি নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়, বরং এটি জেলার স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রতিচ্ছবি বলে জানান তিনি।
Leave a Reply