“”মো:টিটুল মোল্লা”” ফরিদপুর।।
ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবু বকর ছিদ্দিক দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সততা, সাহস আর মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিকূল পরিস্থিতি, হামলা-মামলা ও নানামুখী নির্যাতনের মধ্যেও তিনি কখনো বিএনপিকে ত্যাগ করেননি। রাজনৈতিক বিশ্বাসে অটল থেকে দলের প্রতি তার নিষ্ঠা স্থানীয় নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
আবু বকর ছিদ্দিক ফরিদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন আলাদা পরিচিতি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি শুধু রাজনৈতিক নেতাই নন, হয়ে উঠেছেন একজন মানবিক সমাজসেবক।
স্থানীয়রা জানান, যেকোনো বিপদ-আপদে তিনি সাধারণ মানুষের পাশে থাকেন। দরিদ্র পরিবার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার কাছে এসে সহযোগিতা পান। এজন্য মানুষ তাকে শুধু নেতা নয়, নিজের আপনজন হিসেবে মনে করে।
রাজনৈতিক মহলে আবু বকর ছিদ্দিককে একজন সাহসী ও নির্লোভ কর্মী হিসেবে মূল্যায়ন করা হয়। দলীয় কাজে তার আন্তরিকতা এবং জনসেবার মানসিকতা তাকে করেছেন সবার আস্থার প্রতীক।
ফরিদপুরের সাধারণ মানুষের মতে, “আবু বকর ছিদ্দিক আমাদের দুঃখ-সুখের সাথী। তার মতো নেতাই এলাকার প্রকৃত সম্পদ।”
এভাবেই আমার ভাই মানুষের ভালোবাসায় পরিপূর্ণ থাকুক সারাজীবন।
ব্যক্তিগতভাবে সবার কাছেই দোয়ার দরখাস্ত রইলো।।।
Leave a Reply