নিজস্ব প্রতিবেদকঃ
মানবতার পাশে একসাথে’ এই প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শরীয়তপুরে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শরীয়তপুর কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালী শেষে জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
জেলা ইউনিট অফিসার গৌর চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মজিবর মাদবর। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ই মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম নেয়া জন হেনরী ডুনান্ট ১৮৬৩ সালে কয়েকজন চিকিৎসক, রাজনীতিবিদ এবং সেনাকর্মকর্তাকে নিয়ে বিশ্বব্যাপী রেডক্রস প্রতিষ্ঠা করেছিলেন। এর পর থেকে সমগ্র বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধপীড়িত মানুষের সেবায় কাজ করছে এই সংগঠনটি। ১৯১০ সালের ৩০ অক্টোবর হেনরী ডুনান্টের মৃত্যুর পর থেকে তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ৮ই মে বিশ্বব্যাপী রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়।
Leave a Reply