1. admin@shariatpursonglap.com : songlap :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ১০ হেলিপোর্ট বাজার মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি- সম্পাদকের লালসার শিকার মাছ ব্যবসায়ীরা ফরিদপুরে কৃষক দলের নেতা আবু বকর ছিদ্দিক: জনতার ভালোবাসায় সিক্ত,, শরীয়তপুরে বেসকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন ডা. সোহান ইতালির বাঙালি সম্প্রদায়: সাফল্যের গল্প না কি সংগ্রামের ক্যানভাস? গোসাইরহাটে পুলিশ ও বিএনপি নেতার বিরুদ্ধে ক্রয়কৃত জমিতে কাজে বাধা দেয়ার অভিযোগ ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‌ বিএনপির ‌ ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে গোসাইরহাটের মেঘনা নদীর ভাঙ্গন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর রাতে বিয়ে সকালেই বউ আর টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে উধাও নড়িয়ায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন, অভিযোগেও মিলছে না প্রতিকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় জাজিরায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার গোডাউন মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে একটি আনন্দ মিছিল বের করেন। পরে সেখানে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। তারা সরকারের এ সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেন।

জানা যায়, সন্ধ্যার পর জাজিরা উপজেলার গোডাউন মোড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ বিএনপির অঙ্গসংগঠন ও  স্থানীয় সাধারণ জনগণও অংশ নেন। মিছিলটি গোডাউন মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। তারা এ দিনটিকে ‘গণতন্ত্রের মুক্তির দিন’ বলে আখ্যা দেন।

পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  বাচ্চু সরদার বলেন, “জাজিরা ছিল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। এখান থেকেই তারা বহু বছর ধরে দাপট দেখিয়েছে। বিগত দেড় যুগ ধরে আওয়ামী লীগ দেশকে একটি স্বৈরশাসনে পরিণত করেছিল। আজ তাদের নিষিদ্ধ ঘোষণা সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. ধলু মাদবর বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের কৃষকদের শোষণ করে আসছিল। কৃষিপণ্য বিক্রি করতে গিয়ে কৃষকরা ন্যায্য দাম পায়নি, সার-কীটনাশকের সংকটে ভুগেছে, এমনকি আন্দোলন করলেই তাদের হয়রানি করা হয়েছে। আজ তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে দেশের কৃষক সমাজ কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং আশা করি, কৃষকের অধিকার ও সম্মান এখন থেকে বাস্তবেই প্রতিষ্ঠা পাবে।”

জাজিরা পৌরসভা ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম মাদবর  বলেন, “এই নিষেধাজ্ঞা দেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল। আমরা মনে করি, এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিকে এক নতুন পথে নিয়ে যাবে যেখানে থাকবে না জুলুম, নিপীড়ন কিংবা একদলীয় শাসনের ছায়া। দেশে সুশাসন, গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা ফেরাতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে আনন্দ ভাগাভাগি করছি, তা পুরো জাতির মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশা করি।”

স্থানীয় এক দোকানদার জুয়েল আকন বলেন, “আগে আমরা কথা বলতেও ভয় পেতাম। আজকে মানুষ হাসছে, মিষ্টি খাচ্ছে এটাই প্রমাণ করে মানুষ আসলে কী চায়।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি