নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরের সদর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) বেলা ১১ টার দিকে বুড়িররহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা জজ কোর্টের পিপি এ্যাড. মনিরুজ্জামান দিপু।
মিজানুর রহমান নিরব মুন্সির সঞ্চালনায় সভায় বুড়িহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ পোদ্দার, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি ও শরীয়তপুর সরকারি কলেজের প্রফেসর মিজানুর রহমান হাওলাদার, আব্দুল মজিদ মাদবর, অ্যাডভোকেট নজরুল কবির মৃধা, মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক বদর উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ।
সভার শুরুতে এডহক কমিটির সভাপতি এ্যাড. মনিরুজ্জামান দিপুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
এসময় এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এ্যাড মনিরুজ্জামান দিপু।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানে আমার বাবা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। উত্তরসূরী হিসেবে আমিও এই প্রতিষ্ঠানের জন্য কাজ করতে চাই। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষক-শিক্ষার্থীদের চাহিদা পূর্ণনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। এজন্য আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
Leave a Reply