নিজস্ব প্রতিবেদক :
মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকালে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। বাজারে আগত সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সরাসরি সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।
ক্যাম্পেইন চলাকালে সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন। তারা জানান, মাদক শুধু একজন মানুষ নয়, একটি পরিবার, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “মাদক আমাদের সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এর বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হতে।”
তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলাই তাদের লক্ষ্য।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, তরুণ প্রজন্মের মধ্যে এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
Leave a Reply