মো:টিটুল মোল্লা,ফরিদপুর।।
ফরিদপুরে জেলা রেন্ট এ কার নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিখন শেখকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে আজ রাত ১১ টার দিকে ফরিদপুর শহরের হাউজিং স্টেটের সামনে মাইক্রোবাস স্ট্যান্ড এর পাশে পুকুর পাড়ে ১৩নং ওয়ার্ড,খাবাসপুরের শেখ সালাম এর পুত্র লিখন শেখ কে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা।
কে বা কারা তাকে আক্রমণ করেছে সে ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে লিখন জানান,ভোটারদের সঙ্গে কথাবার্তা শেষ করে ভাঙ্গার রাস্তার মোড়ের দিকে রওনা দিলে চার পাঁচটি মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত পেছন দিক থেকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়।
ভুক্তভোগী আহত লিখনকে পরবর্তীতে মারাত্মকভাবে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করেন স্থানীয়রা।
ফরিদপুর কোতয়ালি থানায় যোগাযোগ করে জানা যায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply